নোটিশ :
বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন প্রসঙ্গে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান প্রসঙ্গে। “শবেমেরাজ” উপলক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ মাদ্রাসা বন্ধ থাকা প্রসঙ্গে গভর্নিং বডির নির্বাচনী তফসিল প্রকাশ প্রসঙ্গে। দাতা সদস্য সংগ্রহের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আলিম নির্বাচনী পরীক্ষা ২০২৫ রুটিন প্রকাশ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফাজিল (পাস) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ মাদ্রাসা আগামী ১২/১২/২৪ থেকে ২৬/১২/২৪খ্রি. তারিখ পর্যন্ত বন্ধ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে। শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন প্রসঙ্গে দাতা সদস্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ – ২০২৪ খন্ডকালীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ -২০২৪ বার্ষিক পরীক্ষার সময়সূচি -২০২৪ “শ্রী শ্রী দুর্গাপূজা ও ফাতেহা – ই ইয়াজদহম ” উপলক্ষ্যে আগামী ১০.১০.২০২৪ খ্রি. থেকে ১৫.১০.২০২৪ খ্রি.তারিখ পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকা প্রসঙ্গে। ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষ এর নির্বাচনী পরীক্ষা – ২০২৩ রুটিন প্রকাশ দাখিল নির্বাচনী পরীক্ষা – ২০২৪ রুটিন প্রকাশ
উপাধ্যক্ষ মহোদয়ের বাণী

শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, মাথিয়া ই. ইউ ফাজিল (স্নাতক) মাদ্রাসায় এ সব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।