নোটিশ :
“মে দিবস” উপলক্ষ্যে মাদ্রাসা বন্ধ থাকা প্রসঙ্গে। বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন প্রসঙ্গে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান প্রসঙ্গে। “শবেমেরাজ” উপলক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ মাদ্রাসা বন্ধ থাকা প্রসঙ্গে গভর্নিং বডির নির্বাচনী তফসিল প্রকাশ প্রসঙ্গে। দাতা সদস্য সংগ্রহের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আলিম নির্বাচনী পরীক্ষা ২০২৫ রুটিন প্রকাশ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফাজিল (পাস) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ মাদ্রাসা আগামী ১২/১২/২৪ থেকে ২৬/১২/২৪খ্রি. তারিখ পর্যন্ত বন্ধ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে। শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২৪ ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন প্রসঙ্গে দাতা সদস্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ – ২০২৪ খন্ডকালীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ -২০২৪ বার্ষিক পরীক্ষার সময়সূচি -২০২৪ “শ্রী শ্রী দুর্গাপূজা ও ফাতেহা – ই ইয়াজদহম ” উপলক্ষ্যে আগামী ১০.১০.২০২৪ খ্রি. থেকে ১৫.১০.২০২৪ খ্রি.তারিখ পর্যন্ত মাদ্রাসা বন্ধ থাকা প্রসঙ্গে। ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষ এর নির্বাচনী পরীক্ষা – ২০২৩ রুটিন প্রকাশ
সভাপতি মহোদয়ের বাণী

বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাথিয়া ই. ইউ ফাজিল (স্নাতক) মাদ্রাসায়  একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে  শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় সন্দেহ নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠানেরর এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।  যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ  তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।

সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা  ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায়কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির  উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘ মাথিয়া ই. ইউ ফাজিল (স্নাতক) মাদ্রাসায়’’ টি

এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ  ব্যক্তিবর্গ, গর্ভনিংবডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি  শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ গভর্নিংবডির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম  হয়েছে।  প্রতিষ্ঠানটি মনোরম একাধিক একাডেমিক ভবন স্থাপন করা করা হয়েছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায়  প্রতিষ্ঠানটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।

 

শুভেচ্ছান্তে

 

সভাপতি